রাজ্য আর কেন্দ্র চলছে পরস্পরের প্রেম বিনিময়ে। এ এক গোপন প্রেম

সুপ্রিয় সুপ্রিয়া
তমাল সাহা

আরে, এসো! এসো!
এই শব্দবন্ধন থেকেই তো উৎপত্তি আরএসএস।
এসো, পাশে বসো।
তোমাকে দেখতে খাসা বেশ!

তোমাকে তো জানি
তুমি তো ধর্ম ভালোবাসো
ভালোবাসি খুব আমিও।
আমি তোমার প্রিয়া, তুমি আমার প্রিয়।

কোনোদিন ঘর-সংসার
করেছি একই সঙ্গে
সেটা মনে আছে তো!
মাঝে লোকদেখানো ছাড়াছাড়ি
সেসব পুরনো কথা ভুলে যেও।
আমি যদি প্রেমিকা রাধিকা হই,
তুমি যে আমার প্রাণের কৃষ্ণপ্রিয়।