অবতক খবর, সংবাদদাতা,জলপাইগুড়ি :: টোটো চালকদের সমস্যা সমাধানে বৈঠক করলো তৃণমূল কংগ্রেস।সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এশিয়ান হাইওয়ে ও জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করা হয়েছে।জলপাইগুড়ি জেলা প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশকে মেনে শুক্রবার থেকে এশিয়ান হাইওয়ে ও জাতীয় সড়কে টোটো চলাচল নিষিদ্ধ করেছে।এই বিষয়ে বৃহস্পতিবার ধূপগুড়ি ব্লক জুড়ে ট্রাফিক গার্ডের পক্ষ থেকে মাইকিং করা হয়।এরপর কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে টোটো চালকদের।

টোটো চালকদের কথায় প্রশাসনের নির্দেশিকায় ফলে আমাদের মাথায় বাজ ভেঙে পড়েছে।এই অবস্থায় আমাদের সংসার চালাবো কি করে।যার উপর নির্ভর করে সংসার চলে সেটাই যদি না চালাতে পারি তাহলে কি হবে।ব্যাঙ্ক লোন নিয়ে অনেকেই টোটো কিনেছে বলে দাবি করেন টোটো চালকরা।এমন অবস্থায় ব্যাঙ্কের কিস্তি কি করে দিবো।প্রশাসনের আইন কে মেনে নিতে রাজি তারা,কিন্তু তাদের বিকল্প রাস্তার ব্যবস্থা করে দিতে হবে চলাচলের জন্য।

শুক্রবার ধূপগুড়ি তৃণমূল কংগ্রেসের গ্রামীণ কার্যালয়ে সমস্ত টোটো চালকদের নিয়ে বৈঠক করে তৃণমূল নেতৃত্ব।টোটো চালকদের সমস্ত সমস্যার কথা তারা শোনে।এই বিষয়ে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানায় সুপ্রিম কোর্টের রায় কে তো অমান্য করা যায় না। আবার টোটো চালকদের একটি রোজগারের বিষয় রয়েছে এই টোটোর উপর।এদের সমস্ত সমস্যা নিয়ে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলবো।