অবতক খবর,১১ নভেম্বর: ইয়াসের ধাক্কায় সুন্দরবন উপকূলএলাকায় চরম অনিশ্চয়তা চিংড়ি চাষ সমস্যা মিষ্টি জলের মাছ চাষ সেই চাষ কে সাহায্য করতে এগিয়ে এলো বিজ্ঞানীরা কিভাবে ঘুরে দাঁড়াতে পারবে মৎস্য চাষিরা।

ইয়াস তাণ্ডবের তছনছ করে দিয়ে ছিল সুন্দরবনের একাধিক গ্রাম নোনা জলে ভেসে গিয়েছিল সুন্দরবনের একাধিক চিংড়ি চাষের ভেরিও সেই চাষীদের সাহায্যের জন্য এগিয়ে এলো (আইসিএআর)মাছ চাষীদের প্রশিক্ষণ দিতে এক সেমিনারের আয়োজন করে (আইসিএয়ার) অধীন কেন্দ্রীয় নোনা জল দ্বীপ পালন অনুসন্ধান সংস্থা কাকদ্বীপ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিকরা ভানামি চিংড়ি চাষীদের নিয়ে হলো আলোচনা সভা চলল প্রশিক্ষণ শিবিরও। এ দিনের প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা।
ওই সেমিনারে বৈজ্ঞানিকরা জানায় কিভাবে কম খরচে পরিবেশ বান্ধব খাবার দিয়ে মিষ্টি জলে ভেনামি চাষ করা সম্ভব সেই বিষয়টি তুলে ধরলেন।