অবতক খবর,১২ মেঃ সুন্দরবনের কালিন্দী,রায়মঙ্গল ও ইছামতি নদীতে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের মহড়া স্থলপথে মাইকিং প্রচার।

উত্তর ২৪ পরগনার সুন্দরবনের একাধিক নদীর বাঁধ পরিদর্শন করলেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দল:

আবুল কাসেম BDMO সন্দেশখালি ব্লক 2 নদীর বাঁধ পরিদর্শন ও বিদ্যুৎ এছাড়া সমস্ত দপ্তরের আধিকারিকরা সব রকমের দুর্যোগ মোকাবিলার জন্য প্রস্তুত আছেন। সুন্দরবনের বাসিন্দারা আতঙ্কে আছেন। যেমন আগে আইলা, আনফান বুলবুল সম্মুখীন হয়েছিল সুন্দরবনের বাসিন্দারা। সুন্দরবন বাসীদের দাবি আগের মতন ঝড় নদীর বাঁধ ভাঙ্গন ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এই সমস্ত পরিস্থিতির সম্মুখীন হতে না হয়।সেই ঝড় মোকা জানো আর না আসে একাধিক নদী কালিন্দী, ইছামতি, রায়মঙ্গল ডাশা, গৌড়েশ্বর এই নদীর বাঁধগুলি কেমন আছে । মাইকিং প্রচার করছে এন আর টিম তিনি জানান আমরা সব দিক থেকে প্রস্তুত আছি।