অবতক খবর,সংবাদদাতা অভিষেক দাস, মালদা:-  সুজাপুরে রাষ্ট্রয়ত্ত ব্যাংকের এটিএম লুঠ কাণ্ডে মূল পান্ডা গ্রেপ্তার। উত্তরপ্রদেশের মথুরা জেলার বাসিন্দা ধরমবির শর্মা ওরফে পন্ডিত জি কে রতুয়া থেকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। 14 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে অভিযুক্তকে।

প্রসঙ্গত ২০আগস্ট মালদা কালিয়াচক থানার সুজাপুরে একটি রাষ্ট্রীয়ত্ব ব্যাংকের এটিএম লুটের ঘটনা নজরে আসে। কয়েক লক্ষ টাকা লুট করা হয় এটিএম থেকে। এটিএম লুটের ঘটনা সামনে আসতেই নড়েচড়ে বসে মালদা জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়ার নেতৃত্বে তদন্ত আরম্ভ করেন পুলিশের পদস্থ কর্তারা।

ঘটনার তদন্তে নেমে উত্তর প্রদেশ যোগ পাই পুলিশ। এরপরই মালদার রতুয়ার বাহারালের গোপন ডেরা থেকে গ্রেফতার করা হয় ধরমবির শর্মা নামে উত্তরপ্রদেশের ওই বাসিন্দাকে। জেলা পুলিশ সূত্রে খবর এই ব্যক্তি কেবলমাত্র পশ্চিমবঙ্গে নয় দেশের বিভিন্ন প্রান্তে এটিএম লুটের সাথে জড়িত। জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, এই গ্যাংএর বেশির ভাগ সদস্যকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি করছে পুলিশ।