অবতক খবর, হুগলীঃ এ রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থা ও বিভিন্ন দ্রষ্টব্য স্থান গুলি সম্মন্ধে জানতে ভারত সফরে সুইডিশ পার্লামেন্ট প্রতিনিধিরা। গত তিন দিন ধরে ১০ জনের এই প্রতিনিধি দল এ রাজ্যে বিভিন্ন জায়গাগুলি পরিদর্শন করছেন।

বৃহস্পতিবার  তারা কলকাতার জোড়াসাঁকোতে গিয়েছিলেন।এরপরই রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর ও বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করেন। শুক্রবার প্রথমে তারা চন্দননগরের ফরাসিদের তৈরী বিশেষ স্থান গুলি পরিদর্শন করে। এর পর গঙ্গাবক্ষে তারা শ্রীরামপুরে আসেন। সেখানে তাদের স্বাগত জানায় শ্রীরানপুরের বিধায়ক ডা: সুদীপ্ত রায়। প্রথমেই এই দলটি শ্রীরামপুরের ঐতিহাসিক ডেনমার্ক ট্র্যাভের্ণ এ মধ্যাহ্নভোজ সারেন। তারপর শ্রীরামপুর রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত ভবনে এসে এই রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে জানার জন্য বিভিন্ন পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে কথা বলেন।