সাজ্জাদ হোসেন আহমেদ :: অবতক খবর :: কোচবিহার :: ২মে ::    লকডাউনের ফলে কেন্দ্রীয় সরকারের নির্দেশে সীমান্ত সীল করে দেওয়া হয়েছে। একারণে বিপাকে পড়েছে কোচবিহার জেলার শিকারপুর অঞ্চলের সীমান্তবর্তী সাতগ্রামের দুটি পাড়া, একটি ডাক্তার পাড়া এবং আর একটি গোসাইপাড়া। আজোও তারা কাটাতারের বেড়ার ওপারেতেই রয়ে গেছে। লকডাউনের আগে তারা কাটাতারের গেট দিয়ে বেড়িয়ে এসে হাটবাজার করতেন, প্রয়োজনীয় জিনিস পত্র বেচা কেনা করে নিজেদের জীবন জীবিকা প্রতিপালন করতেন। এখন প্রায় মাসখানেক ধরে তারা পরিপূর্ণ গৃহবন্দি।

আজ ২মে শনিবার শীতলকুচির বিধায়ক হিতেন বর্মনের উদ্দোগে সেখানকার ৬২টি পরিবারের প্রায় ২০০জন মানুষের জন্য খাদ্যদ্রব্য পৌছে দেওয়া হলো। বি এস এফ জোয়ানদের সহযোগিতায় বিধায়ক নিজে উপস্থিত থেকে প্রতিটি অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দিলেন। প্রত্যেক পরিবারকে ৫কেজি চাল,১কেজি ডাল, পেয়াজ,তেল, জিরামশলা, সয়াবিন, বিস্কুট, চাপাতা, চিনি এবং একটি করে সাবান দেওয়া হয়েছে। ত্রাণের খাদ্য সামগ্রী পেয়ে সেখানকার মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছেন বলে তারা খুশি।