অবতক খবর :: শিলিগুড়ি ::    শিলিগুড়ি জেলা হাসপাতালে এক প্রসুতির করোনা আক্রান্ত হলেও তাকে ফেলে রাখা হল সিসি ইউ তে। এই নিয়ে হাসপাতালে তুমুল উত্তেজনা ছড়ায়। অন্যান্য রোগীর আত্মীয়রা এই নিয়ে হাসপাতাল সুপারের কাছে বিক্ষোভ দেখান।

অন্যান্য রোগীদের বক্তব্য করোনার ভয়াবহতা নিয়ে চারিদিকে এত সাবধানবানী প্রচার করা হচ্ছে,যে রোগের ছোয়াতে শেষ হয়ে যেতে পারে একেকটা পরিবার পর্যন্ত,কিভাবে ওই প্রসুতিকে করোনা পজিটিভ হলেও হাসপাতালে রেখে দেওয়া হল?

উল্লেখ্য গত পরশুদিন ওই প্রসুতি ভর্তি হন শিলিগুড়ি জেলা হাসপাতালে,সেই সময় তার করোনা রিপোর্টের ফলাফল আসে নি,ওই হাসপাতালে থাকার সময় তার সোয়াব টেষ্টের রিপোর্ট পজিটিভ আসে,রোগীর আত্মীয় এবং হাসপাতাল কতৃপক্ষ সব কিছু জানবার পরেও কিভাবে হাসপাতালে ওই রোগীকে রেখে দিলেন এটা নিয়েই কথা বলছেন সাধারন মানুষ।

হাসপাতাল কতৃপক্ষ আজ সকালে ওই মহিলার বাড়ির লোকেদের জানিয়ে তাকে কোভিড হাসপাতালে পাঠাবার ব্যাবস্থা করে।ওই মহিলা যে সিসি ইউ বিভাগে ছিলেন সেই জায়গাটি পুরো সানিটাইজ করা হচ্ছে।