অবতক খবর,১৫ এপ্রিলঃ রাজ্যে প্রচন্ড দাবদাহের প্রভাব চলছে । আর এই প্রচন্ড দাবদাহে সাধারণ পথ চলতি মানুষ সহ পুলিশ প্রশাসনের প্রাণ ওষ্ঠাগত। এই দাবদাহের মধ্যে কর্তব্য রত ট্রাফিক পুলিশ থেকে সিভিক ভলেন্টিয়ারা কর্তব্য পালন করতে হিমশিম খাচ্ছে। তাদের কথা মনে রেখে আজ নৈহাটি রামকৃষ্ণ মোরে নৈহাটি নবপ্রজন্ম সোশ্যাল ওয়েলফেয়ার সমিতির উদ্যোগের তরফ থেকে নৈহাটি পৌরসভার সিআইসি পার্থ প্রতিম দাশগুপ্ত সহ সমিতির সদস্যরা ট্রাফিক পুলিশের আধিকারিক সহ সিভিক ভলেন্টিয়ারদের হাতে ওআরএস ,ঠান্ডা পানীয় সহ গ্লুকোজ হাতে তুলে দিল। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে সিআইসি পার্থ প্রতিম দাশগুপ্ত জানান এই প্রচন্ড দাবদাহে যাতে ঠিকমতো কর্তব্য পালন করতে পারে তার জন্য এই ব্যবস্থা।