অবতক খবর,৩১ জুলাই: সিবিএসসি বোর্ডের রেজাল্ট ঘিরে বিতর্কের মুখে জরালো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের একটি ইংরেজী মাধ্যমের বেসরকারি স্কুল। জানা গেছে, চলতি বছর করোনার প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সরকারের তরফ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কোন পরীক্ষায় নেওয়া হয়নি। বিগত বছরগুলির রেজাল্টের উপর ক্লাস টুয়েলভ এর ফলাফল ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন, এখানে স্বজনপোষণের কারণ উঠে দাঁড়িয়েছে বলে বেশকিছু অভিভাবক ও ছাত্রদের মধ্যে বিক্ষোভ দেখা গেল। আজ বালুরঘাটে একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ উঠে এলো। স্কুলের শিক্ষকদের কাছে যেসকল ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করেছে শুধুমাত্র তাদেরকেই নাম্বার পাইয়ে দেওয়ার অভিযোগে আজ ওই বেসরকারি স্কুলের প্রিন্সিপালকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় স্কুলের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। তাদের অভিযোগ মাধ্যমিক ও একাদশ শ্রেণির বেশিরভাগ ক্ষেত্রে যাদের ৮০ থেকে ৮৫ শতাংশ নাম্বার পেয়েছে তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গড় নাম্বার পেয়ে আছে, কিন্তু মূলত যে বিষয়ে তারা অভিযোগ করেছে তাদের থেকে পড়াশোনায় বিগত বছরে যারা পিছিয়ে ছিল তারা স্কুলের শিক্ষকদের কাছে পড়ার কারণে এ বছর ভালো ফলাফল করেছে। ছাত্র-ছাত্রীদের দাবি, তাদের ন্যায্য নাম্বার দেওয়া হোক। কারণ অধিকাংশ ছাত্রছাত্রীই নাম্বার কম পাওয়ার কারণে তাদের আগামী ভবিষ্যৎ মসৃণ নয় বলে জানিয়েছেন এক ছাত্র। ছোটবেলা থেকেই অংকে মেধা থাকলেও উচ্চ মাধ্যমিকে ভালো ফল না হওয়ার কারণে আগামীতে অংক নিয়ে পড়তে পারবে না বলে জানান বিদ্যালয়ের ছাত্র। যদিও এই বিষয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।