অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ আজ ফের সিবিআই দপ্তরে দেখা গেল বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর আইনজীবী প্রসেনজিৎ নাগকে।

প্রসঙ্গত উল্লেখ্য, সানমার্গ চিটফান্ড মামলায় হালিশহর পৌরসভার চেয়ারম্যান রাজু সাহানিকে গ্রেপ্তারের পরেই সিবিআই আধিকারিকরা বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেন। এরপর বেশ কয়েকবার সুবোধ অধিকারীকে হাজিরা দিতে সিবিআই নোটিশ দিলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। তার পরিবর্তে তিনি চেয়েছিলেন ১৫ দিনের সময়। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন বীজপুর বিধায়কের আইনজীবী। হাইকোর্ট রায় দেন, আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীকে সমস্ত নথিপত্র জমা দিতে হবে। শুধু তাই নয় বীজপুর বিধায়ককে হাজিরার জন্য ৭২ ঘণ্টা আগে নোটিশ দিতে হবে এবং ৩ ঘন্টার বেশি তাঁকে জেরা করতে পারবেনা সিবিআই।

তবে আজ বীজপুর বিধায়কের আইনজীবী প্রসেনজিৎ নাগ সিবিআই দপ্তরে গিয়েছিলেন তাঁর এবং তাঁর পরিবারের পাসপোর্টের কপি জমা দিতে সিবিআই দপ্তর থেকে বেরিয়ে এমনই জানালেন সুবোধ অধিকারীর আইনজীবী প্রসেনজিৎ নাগ।

পাশাপাশি তাঁর আইনজীবী এও জানান যে, হাইকোর্টে সিবিআই করেছে যে, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী কোন অভিযুক্ত নন, তিনি সাক্ষী হিসেবে তাদের তদন্তে সহযোগিতা করছেন, সেই কারণেই তাঁকে বারবার তলব করছে সিবিআই।