অবতক খবর,২১ মার্চ,মলয় দে,নদীয়া:- সিপিআইএমএলের নদীয়া জেলা কমিটির সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন সুবিমল সেনগুপ্ত। সম্প্রতি বেশ কয়েক মাস আগে তাঁর মৃত্যুর পর নদীয়ার সংগঠনের দায়িত্ব সামলাচ্ছিলেন রাজ্য নেতৃত্ব জয়তু দেশমুখ। তাই এবারের সম্মেলন এবং সম্পাদক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন দলীয় কর্মীরা।

ষাটের দশকে শহীদ বিধান মজুমদারের স্মৃতির উদ্দেশ্যে গড়া শহীদ বেদী সংস্কার করার পর মিছিল করে চাকদহ সম্প্রীতি মঞ্চে সম্মেলন গৃহে আসেন প্রতিনিধিরা। এবারের নদীয়া জেলার 15 তম সম্মেলন এটি। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দুই শতাধিক প্রতিনিধি আজকের সম্মেলনে যোগদান করেন বলে জানা গেছে দলীয় সূত্রে।

সংগঠনের পলিটব্যুরোর সদস্য কার্তিক পাল সজল অধিকারী বাসুদেব বসু জয়তু দেশমুখ প্রমুখ উপস্থিত ছিলেন, জেলা নেতৃত্ব জীবন কবিরাজ বিজয় সাহা সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতৃত্ব সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। যার মধ্যে মূল বিষয় হল কেন্দ্রিয় ফ্যাসিস্ট বিজেপি সরকার এবং রাজ্যের স্বৈরাচারী তৃণমূল সরকারের বিরুদ্ধে লড়াই করতে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে হবে।

কৃষি বিলের বিরোধিতা সহ শ্রমিকদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসী যুদ্ধ বন্ধ করা, ইউরোপে আমেরিকা ন্যাটোর আধিপত্য প্রতিষ্ঠার বিরুদ্ধে লাগাতার আন্দোলন এবং ভারত সরকার কেউ যুদ্ধ বন্ধ করে, শান্তি প্রতিষ্ঠায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মতো জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়েও আন্দোলনের রূপরেখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।