নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ১৫ই,ডিসেম্বর :: গ্যাংটক ::  সিকিমে তুষারপাত গতকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি এবং সঙ্গে বরফ,তাপমাত্রা নেমে গেছে চার ডিগ্রীরও নীচে,যার কারনে শিলিগুড়িতেও তাপমাত্রা নেমে যায় |

আজ সকাল থেকেই শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে সঙ্গে কনকনে হাওয়া আকাশ মেঘলা থাকায় ঠাণ্ডা বেড়েছে অনেকটাই |

উত্তর এবং পূর্ব সিকিমে ব্যাপক তুষারপাত হয়েছে। ফলে বহু পর্যটক আটকে পড়েছেন সেখানে। তবে এর ফলে পর্যটকদের উত্তেজনা তুঙ্গে। কিন্তু ছাঙ্গুর পথেই আটকে পড়েছে প্রচুর পর্যটক।

তবে গ্যাংটক আবহাওয়া দপ্তরের তরফে বুধবার সতর্কতা জারি করা হয়েছিল পর্যটকদের যে তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রায় ৩০০ জন পর্যটক আটকে পড়েছেন ছাঙ্গুর পথে। ভারতীয় সেনাবাহিনী তাদের উদ্ধার করতে সরব হন। সেখান থেকে ১৭ মাইল দূরে একটি নিরাপদ স্থানে তাদের সরানো হয়।