অবতক খবর,নয়া দিল্লি: কেন্দ্র সরকার সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রণয়ন করেছে। কিন্তু কেরল সরকার মঙ্গলবার দেশের সুপ্রীম কোর্টে আপীল করেছে সিএএকে অসাংবিধানিক ঘোষণা করা হোক। এই বিষয়ে কেরল সরকার দেশের শীর্ষ আদালতে মামলা করেছে। ইতিমধ্যেই কেরল সরকার কেরল বিধানসভায় সিএএকে বাতিলের জন্য প্রস্তাব পাশ করিয়ে নিয়েছে।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন,  ‘আমাদের রাজ্যে কোন ডিটেশন ক্যাম্প করতে দেব না। ধর্মনিরপেক্ষতার নির্দশন কেরল রাজ্য। শুরু থেকেই এই রাজ্যে গ্রিক, রোমান, আরবীয়, খ্রিস্টান, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ একসাথে  বসবাস করে চলেছে।এটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনোই নষ্ট হতে দেব না’।

কেরলের মুখ্যমন্ত্রী অভিজোগ আকারে বলেছেন, আরএসএসের নীতি মেনে এই আইন পাস্ করিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি।’ ইতিমধ্যে কেরল বিধানসভা সর্বসম্মতিক্রমে সিএএ বাতিলের প্রস্তব পাশ করিয়ে নিয়েছে। এই প্রসঙ্গে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান বলেছেন, ‘রাজ্য সরকারের এই ধরণের পদক্ষেপের কোন আইনি বৈধতা নেই। কেননা এই আইন কেন্দ্রের এক্তিয়ারভুক্ত বিষয়।’