অবতক খবর,১২ মার্চ: গত দশই মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ৪২ টি লোকসভা কেন্দ্রে নাম ঘোষণা করেন তার আগে পর্যন্ত শহরের আনাচে কানাচে আবু তাহের খানকে প্রার্থী করা হবে না বলে অনেক কানাঘুষা শোনা যায় কিন্তু তারপরেই যখন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খানের নাম ঘোষণা করা হয় তখন দলের সবাই ঝাঁপিয়ে পড়েন ।

আজ মুর্শিদাবাদ পৌরসভার ভবঘুরেদের আবাসন উদ্বোধনে তার আসার কথা তার আগে তিনি সাংবাদিকদের সামনে সি এ এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন মাননীয়া মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এক বিন্দু রক্ত শরীরে থাকতে কখনোই বাংলায় এর প্রভাব পড়বে না। এরপর বিধায়ক হুমায়ুন কোবির বহরমপুরের তৃণমূলের লোকসভার প্রার্থী সম্বন্ধে বেসুরে মতামত করার কারণে তিনি বলেন হুমায়ুন কোভিদ ও কবির ও যখন দিদি তাকে ভরতপুরের বিধায়ক করেন তখন তিনি ওইখানে বহিরাগত ছিলেন।

আবু তাহের খান তিনি বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান সম্বন্ধে বলেন তিনি একজন ভারতবর্ষের কৃতিমান ক্রিকেট প্লেয়ার তাকে শুধু ভারত বর্ষ নয় খেলার জগতের সঙ্গে বাইরে ও যারা আছেন সবাই তাকে চিনেন এইরকম প্রতিভামান প্রার্থীদের লোকসভায় যেতে হবে।