অবতক খবর, উত্তর দিনাজপু্রঃ সংশোধিত নাগরীকত্ব আইন (সিএএ) কোন ব্যাক্তিকে দেশ থেকে তাড়ানোর জন্য নয়। এই আইন নিয়ে যে প্রচার চলছে তা মিথ্যা ও মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে একথা বললেন বিশিষ্ট সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত। সংশোধিত সিএএ আইনের প্রাসঙ্গিকতা নিয়ে সোমবার কালিয়াগঞ্জে একটি আলোচনা সভার আয়োজন করেছিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ। এই সভায় প্রধান বক্তা হিসেবে যোগ দিতে কালিয়াগঞ্জ এসেছিলেন রন্তিদেব সেনগুপ্ত। এদিন কালিয়াগঞ্জ শহরের নজমু নাট্য নিকেতন মঞ্চে এই আলোচনাসভা শুরু হয়। প্রদীপ জ্বালিয়ে এই আলোচনাসভার সুচনা করেন উপস্থিত বিশিষ্টজনেরা।

বিজেপি প্রভাবিত এই সংগঠনের ব্যানারে কালিয়াগঞ্জে সিএএ সমর্থনে অনুষ্ঠিত এই আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবুলাল বালা এবং অধ্যাপক ডঃ দেবাশীষ বিশ্বাস সহ বিশিষ্ট ব্যাক্তিরা। দর্শকাসনে ছিল কালিয়াগঞ্জের বিভিন্ন পেশার মানুষ ও বিজেপির পরিচিত মুখেরা। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে এই আলোচনা সভায় মুল বিষয় ছিল এর সুফলের কথা তুলে ধরা। সরাসরি নাম না করে এদিন সিএএ আইনের সুফল ব্যাখা করতে গিয়ে এর বিরোধীতায় ময়দানে নামা তৃনমূল ও বাম, কংগ্রেসের সমালোচনায় সরব হন বক্তারা। কিছু রাজনৈতিক দল ও সংগঠন নিজেদের স্বার্থ সিদ্ধির দেশবাসীর জন্য মঙ্গলদায়ক এই নাগরিকত্ব আইন নিয়ে ভুল করছে। মানুষকে বিভ্রান্ত করছে।