সিউড়ি মহিলা দূর্বা সমন্বয় সমিতি পক্ষ থেকে বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন প্রদান

অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,বীরভূম,২৫মে:: আজ সিউড়ি মহিলা দূর্বা সমন্বয় সমিতি পক্ষ থেকে বীরভূম জেলা শাসককে একটি ডেপুটেশন প্রদান করল। তারা কয়েকদিন আগে সিউড়ি রেল পারে বস্তিবাসীদেরকে রেলের তরফ থেকে একটি উচ্ছেদ নোটিশ জারি করা হয়েছে। ওই নোটিশে বলা হয়েছে আগামী 28 তারিখের মধ্যে রেলের জায়গা থেকে উঠে যেতে। পূনর্বাসনের দাবিতে তারা প্রথমে রেলের সিউড়ি স্টেশন মাস্টারকে একটি ডেপুটেশন দেয়, পরে আজকে সিউড়ি জেলাশাসকের সঙ্গে আলোচনার জন্য তারা একটি সমিতির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল।

তারা ওই এলাকায় থাকে, বিভিন্ন পেশার গরিব মানুষ, দিন আনতে পান্তা ফুরায় কোথায় যাবে। ওই বস্তিতে ৭০০ বাড়ি রয়েছে তিন হাজার মানুষ বাস করে। পূর্ণবাসন চাই এই দাবি নিয়ে তারা বিভিন্ন দপ্তরে ডেপুটেশন প্রদান করছে। আজ তার তৃতীয় দিন রেল কর্তৃপক্ষ যদি ৩০০০ মানুষকে উচ্ছেদ করে, তারা গৃহহারা হয়ে যাবে ।তাই আজকে সিউড়ি দূর্বা মহিলা সমন্বয় সমিতির পক্ষ থেকে সিউড়ি স্টেশন থেকে জেলাশাসক দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে এসে ডেপুটেশন প্রদান করলো। জেলা প্রশাসকের নিকট যাতে জেলাশাসক রেলের আধিকারিকদের সঙ্গে কথা বলে, কিছু সমাধান করতে পারেন এই আশা নিয়ে তারা এসেছিলেন।