অবতক খবর,মৃন্ময় লাহিড়ী,বীরভূম,১৭ই মে:: আজ সিউড়ি জেলাশাসক অফিসের সামনে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফ থেকে বিক্ষোভ দেখানো হলো, প্রায় বেলা এগারোটার সময়। তাদের দাবি গুলি ছিল জাতীয় শিক্ষানীতি দুই হাজার কুড়ি অনুসরণে পিপিপি মডেল চালু শিক্ষার, বেসরকারিকরণ রুখা, এবং প্রাথমিক শিক্ষার সার্বিক মনোনয়ন দাবিতে আজ তারা অবস্থান বিক্ষোভ করল।

এছাড়াও গরমের ছুটির ৪৫ দিনের ছুটিকে বিরোধিতা করেছে। অবিলম্বে বিদ্যালয় খুলতে দিতে হবে ও পঠন পাঠনের চালুর দাবি জানিয়েছে সংগঠনের তরফ থেকে। তারা জানিয়েছে এই মর্মে হাইকোর্টে একটি মামলা হয়েছে।