সালিকার বাধফুল হতে বাগিচার মাঠ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছে নিম্নমানের

অবতক খবর,১৯ মে,লালগোলাঃসালিকার বাধফুল হতে বাগিচার মাঠ পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার পথশ্রী প্রকল্পের রাস্তা হচ্ছে নিম্নমানের। এই নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দিল ঘটনাস্থল থেকে কন্টাকটারের লোকজন চলে যায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখায় লালগোলা থানার অন্তর্গত দেওয়ান সরাই গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা প্রায় 6 দশক পড়ে এই রাস্তা হচ্ছে।

আর সেই রাস্তা অতি নিম্নমানের স্থানীয়দের দাবি শিডিউল মেনে যাতে কাজ হয়। যে রাস্তায় লাল বালি এবং পাথর দিয়ে কাজ করার কথা সেখানে সেই পাথর এবং লালবালি দেওয়া হচ্ছে না নদী থেকে সাদা বালি তুলে নিয়ে এসে দেয়া হচ্ছে এমনই গ্রামবাসীদের অভিযোগ এই অভিযোগ করাই স্থানীয় যারা কন্টাকটারের কাজ করছে তারা গ্রামবাসীকে হুমকিও দেখাচ্ছে এমনই কথা জানালেন গ্রামবাসী সংবাদ মাধ্যমকে অন্যদিকে সংবাদ মাধ্যমকে কন্টাকটার কর্তৃপক্ষ জানান তাদের কাছে পার্সোনাল কাঠ মানি চেয়েছেন তার সেই কাঠ মানি দিতে চাননি তার কারণে কাজ বন্ধ করে দিয়েছে। বিডিও সাহেবকে সেই কথা জানানো হয়েছে বলেই কন্টাকটার কর্তৃপক্ষ জানিয়েছেন।