অবতক খবর,২৪ অক্টোবর: সারাবছর রাজ্যের সমস্ত মানুষ এর পেটে দুই বেলায় অন্ন যোগায় যাঁরা। আজ তাদের কপালেই চিন্তার ভাঁজ পড়িবার এর মুখে দুই বেলা অন্ন যোগানোর চিন্তায়।

তিলপারা ব্যারেজে জল ছড়ায়। ফের আবারও জলের তলায় চলে গেলো ধান চাদিদের বিঘার পড় বিঘা চাষের জমি সহ পাকা ধান। মুর্শিদাবাদ জেলার বড়য়া ব্লকের বীরভূম সীমানায় অবস্থিতি সুন্দরপুর অঞ্চলের সনাভারুই, কইথা, মারুট, তারাপুর সহ বেশকিছু গ্রামের এই ছবি বেশ কিছুদিন প্লাবিত অবস্থায় দেখিয়েছিলাম আমরা এবার ফের সেই মাটি শুকাতে না শুকাতেই আবারও হাজার হাজার বিঘা জমির ফসল কার্যতঃ জলের নিচে চলে যাওয়ায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে গভীর চিন্তার ছাপ প্রায় 7 টি গ্রামের কয়েকহাজার কিসক এর কপালে।