সারদা কাণ্ডে যে ফাইলটি হারিয়ে গেছিল সেই ফাইলটির সম্বন্ধে এনকোয়ারি করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে কনটাই থানার আইসি

অবতক খবর,৩১ জুলাইঃ সারদা কাণ্ডে যে ফাইলটি হারিয়ে গেছিল সেই ফাইলটির সম্বন্ধে এনকোয়ারি করতে প্রেসিডেন্সি সংশোধনাগারে এসেছেন কনটাই থানার আইসি অমলেন্দু বিশ্বাস।

সারদা-কর্তা সুদীপ্ত সেনের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করে বেরিয়ে এসে তিনি জানালেন,সারদা কর্তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। কন্টাইতে সারদার টাকা অনেক নয় ছয় হয়েছে, অনেকেই ঐ টাকার মাধ্যমে উপকৃত হয়েছেন এবং এতে জড়িত আছেন।

আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। কেন সারদার অনেক নিয়ে ইনলিগল ট্রানজেকশন হয়েছে। সারদার ফাইলটি কেন চুরি হলো এবং কোথায় গেল সেটিও পরিষ্কার হয়ে যাবে।