অবতক খবর, নরেশ ভকত, বাঁকুড়াঃ আগামীকাল থেকে চার দিনের জন্য সবজি কেনা বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন এখানকার ব্যবসায়ীদের। বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে মূল প্রাণকেন্দ্র চকবাজার।শুধু চকবাজার নয় শহরের বুকে আরেকটি বাজার শাখারি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব রেখে জিনিসপত্র ক্রয় করার ক্রেতাদের পরামর্শ দিলেও সচেতন নয় ক্রেতারা। সামাজিক দূরত্ব লংঘন হচ্ছে বলেই দাবি করছেন ব্যবসায়ীরা।

। প্রশাসন এবং বিক্রেতারা ক্রেতাদের বার বার অনুরোধ করলেও সামাজিক দূরত্ব মানছেন না ক্রেতারা। তাই করোনা ঠেকাতে স্বাভাবিকভাবেই ক্রেতা এবং বিক্রেতা সুরক্ষার কথা ভেবে এখানকার ব্যবসায়ী সংগঠন চারদিনের জন্য কেনা বেচা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। চারদিনের সবজি বাজার বন্ধ রেখে এই সমস্যা মেটাতে চাইছেন ব্যবসায়ীরা। ভিড় এড়ানোর জন্য হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত শুধু কি ভিড় না অন্য কোনো কারণ রয়েছে এই প্রশ্ন রয়েই গেছে।