অবতক খবর,১২ নভেম্বরঃ সামশেরগঞ্জের ভাঙ্গনকে কেন্দ্র করে আগামী ১৫ই নভেম্বর প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী সামসেরগঞ্জে এক পদ যাত্রা করবেন বলে সাংবাদিক বৈঠকে জানালেন । তিনি আজ সাংবাদিক বৈঠকে বললেন বাংলার মানুষ, মা মাটি সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছে কিন্তু শামশেরগঞ্জের গঙ্গার ভাঙ্গনে মানুষ তার ভিটে মাটি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হচ্ছে। অধীর চৌধুরী তিনি বলেন আমি বাংলার মুখ্যমন্ত্রীর কাছে দাবি করব আপনি ভাঙ্গন কবলিত স্থান নিজে পরিদর্শন করুন, আপনি নিজে কেন আসছেন না, মুর্শিদাবাদের মানুষ কি, মানুষ নয় ।

মুর্শিদাবাদের মানুষের ঘরবাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে তাদের জন্য আপনার কি কোন দুঃখ হবে না। মুর্শিদাবাদের নদীর বামদিকে এবং মালদার নদীর ডানদিকে ভয়ংকর ভাঙ্গনে ঘরবাড়ি মন্দির মসজিদ সব শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এ ব্যাপারে নির্বিচার। অধীর রঞ্জন চৌধুরী বলেন কেন্দ্রে যখন আমরা ছিলাম তখন এই ধরনের ঘটনায় আমরা জাতীয় প্রকল্প হিসেবে ঘোষণা করে অর্থ বরাদ্দ করতে পেরেছিলাম আজকে সেই প্রচেষ্টা কেন নাই দিদির সরকারের। তিনি বলেন আমরা জানি প্রাকৃতিক বিপর্যয়। আমরা জাদু জানি না, কিন্তু একটা জিনিস আমরা পারি প্রাকৃতিক বিপর্যয় যে অধিকার , প্রাকৃতিক বিপর্যয়ের যে প্রচন্ডতা সেটা তো রুখতে পারি।