সাপের কামড়ে ও বজ্রাঘাতে মৃত মানুষজনের পরিবারকে ক্ষতিপূরণের চেক প্রদান মন্তেশ্বরে

অবতক খবর,২১ মে,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃবজ্রাঘাতে ও সাপের কামড়ে মৃত মানুষজনের পরিবারকে ক্ষতিপূরণের চেক তুলে দিল মন্তেশ্বর ব্লক প্রশাসন। আজ দুপুর নাগাদ মন্তেশ্বর ব্লক কার্যালয়ে মৃতের পরিবারের হাতে চেক তুলে দেন বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর ব্লকে বিপর্যয় মোকাবেলার আধিকারিক বুদ্ধদেব পাল, সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা সাহা ও পঞ্চায়েত সমিতির সদস্য সব্যসাচী চক্রবর্তী। জানা গেছে গত এপ্রিল মাসের বজ্রপাতে মারা গিয়েছিলেন চম্পা মালিক, বাড়ী মন্তেশ্বরের বাঘসন অঞ্চলের তারা শুশনা গ্রামের বাসিন্দা, ও সুফল ঘোষ, যার বাড়ি ছিল জামনা অঞ্চলের মরাইবপিড়ি গ্রামে । এছাড়াও কানপুর গ্রামে চার বছরের মেয়ে পারমিতা দাস ও মন্তেশ্বরের শুশুনিয়া অঞ্চলের পানবরিয়া গ্রামের গৃহবধূ রেহেনা শেখ সাপের কামড়ে মারা গিয়েছিল। আজ তাদের পরিবার-পরিজনেরা মন্তেশ্বর ব্লক অফিসে উপস্থিত হয়ে বজ্রাঘাতে ক্ষতিপূরণের ২ লক্ষ এবং সাপে কামড়ের মৃত্যুর ক্ষতিপূরণের এক লক্ষ টাকা করেছে নিয়ে যান। তারা জানান, এভাবে সরকার পাশে দাঁড়ানোয় নয় তাদের অনেক খানি সুবিধা হয়েছে।