সাদা-সবুজের অভিযান
তমাল সাহা

ওরে আমার নবীন! ওরে আমার কাঁচা! ওরে আমার অবুঝ!
কালকে তুই সাদা ছিলি, আজকে কেন সবুজ?

কৃষ্ণ কহে, পার্থ সখা! কেন ভয় পাও
স্বাস্থ্যবান তুমি অতি,বুক চিতিয়ে যাও।
আমি যে সঙ্গে আছি সন্দেহ করো কি তাতে?
তবে তিন আইনজীবী কেন লহ সাথে!

গীতায় তো লেখা আছে,
কেবল কর্ম করো, ভাবিও না ফল
তুমিই শিক্ষা তুমিই শিল্প তুমিই কামাইয়ের কল।
বাণীতে করোনি বিন্দুমাত্র কর্ণপাত
এখন কি করি বন্ধুসখা, তুমি যে ভূপৃষ্ঠে প্রপাত!

আমি আর কী বিশ্বরূপ দেখাইয়াছি, কহিয়াছি গীতা!
এখন তোমার পদপ্রান্তে বসি,
শুনি তোমার উপাখ্যান অমৃত কথকতা।