অবতক খবর,৯ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি দুই নম্বর ব্লকের পূর্ব বর্ধমান জেলার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ৪দফা দাবিতে শুক্রবার দুপুর দুইটো থেকে বিকাল ৫ টা পর্যন্ত সাতগেছিয়া অবর বিদ্যালয় পরিদর্শক করন অফিসের সামনে অনশন অবস্থান করেন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

অনশনে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বরা মাধাই চন্দ্র মন্ডল, কৌশিক পন্ডিত, শফিকুল ইসলাম, অদিতি মিত্ররা জানান সরকারি সমস্ত শূন্য পদে স্বচ্ছ ভাবে নিয়োগ করার দাবী,

যোগ্য অনিয়মিত সরকারি কর্মীদের নিয়মিত করনের দাবী।

AICPI অনুযায়ী সকল বকেয়া মহার্ঘভাতা প্রদানের দাবি।

প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবি সহ বিভিন্ন দাবি নিয়ে সাতগেছিয়া অবর বিদ্যালয় পরিদর্শক করন অফিসের সামনে বিভিন্ন দাবী দাওয়া লেখা পোস্টার ফেস্টুন নিয়ে অনশন অবস্থান করেন জেলা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে।

অনশনে অংশগ্রহণকারী সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব আরো জানান, তাদের দাবিগুলি যথাযথভাবে সম্পূর্ণ না হলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে জানান তারা।