আজ মকর সংক্রান্তি।
গঞ্জিকায় টান আর সাগরে স্নান!
এসো পুণ্যবতী! এসো পুণ্যবান!

সাগরমেলার কবিতা
তমাল সাহা

এক)

মহা শীতের বেলা
জোরসে বোলো—
খেলা হোগা খেলা
চলো গঙ্গাসাগর মেলা।

ধেততেরি তোর করোনার ভয়
জয় বাবা! কপিল মুনির জয়!
হর হর ব্যোম ব্যোম
ফাটাও কল্কে— মারো দম।
হটাও কোভিড-করোনা যম!

দুই)

এক টানেতেই এতো সুখ
দুই টানেতে কত!
তিন টানেতে স্মরণে আসে
তোকে অবিরত।

চার টানেতে ছিলিম গরম
পাঁচ টানেতে আগুন।
ছ টানেতে শূন্যে ভাসি
সাত টানেতে দুনিয়া ঘোরে
আট টানেতে বাজে কানে
রুদ্ররাজের ধুন।

ন টানেতে কী ধোঁয়ারে বাবা ধোঁয়া!
দশ টানেতে শরীর ঘামে
রে সাধুনি সঙ্গ করি,
পাশাপাশি শোওয়া।

বাবারে শীত ? পালায় শীত
টানের এতো মহিমা!
উদোম আমি দাঁড়িয়ে থাকি
জলরে বাবা কত জল!
জলের ভিতর শরীর ঢল
মকর মকর জয় মা!

তিন)

এই মকর সংক্রান্তি, এই শীতল হাওয়া!
বছরে এই সাধুসঙ্গ–
একই কল্কে! মারো দম।
কী দারুণ পরিবেশ সাগর সঙ্গম!

এই মকর সংক্রান্তি, এই শীতল হাওয়া!
এমন সুযোগ আর যাবে না পাওয়া।
এই মুক্ত জীবন দেখো হরদম
নাঙ্গা সাধু-সাধুনি বেশরম!

এই মকরসংক্রান্তি! এই শীতল হাওয়া!
রে সজনী! তোর লাগি মন উচাটন।
তোরই সঙ্গে গঞ্জিকা সেবন
তারপরেই দেহ-গাড়ি
দেহের উপর দেহ চড়ি
আহা পরিব্রজন!

এই মকর সংক্রান্তি! এই শীতল হাওয়া!
রে জীবন! ক’টানেতেই ফুরুৎ
শূন্যে বিলীন ধোঁয়া…