অবতক খবর,২ মার্চঃ সাগরদিঘীতে বিধানসভা উপনির্বাচনে ভরাডুবি তৃণমূলের। এই উপনির্বাচনে প্রায় ২৩ হাজারের বেশি ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী তিনি এই জয় সম্বন্ধে বলেন যে সাগরদিঘির মানুষ প্রমাণ করেছে রাজ্যে তৃণমূল এবং মমতা বন্দোপাধ্যায় কোন অপরাজের শক্তি নয়। ফলাফল প্রকাশ হওয়ার পরই লালবাগে শুরু হয়েছে বাম ও কংগ্রেস কর্মীদের বিজয় উচ্ছ্বাস, লাল পতাকা ও কংগ্রেসের দলীয় পতাকা এবং লাল আবির মেখে বাদ্যযন্ত্র নিয়ে লালবাগ শহর পরিক্রমা করছেন সিপিআইএমের কর্মীরা।

এই বিজয় মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের এলসিএস মনু শেখ, প্রাক্তন মুর্শিদাবাদের সংসদ বদরুদ্দোজা খান, নূরে আলম সহ সিপিআইএম ও কংগ্রেস কর্মীরা। বদরুদ্দোজা খান বলেন আগামী দিনে সারা রাজ্যকে সাগরদিঘী পথ দেখাবে। মানুষ অনেকদিন পর তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। তিনি বলেন আগামী পঞ্চায়েতে মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে ওই দলটিকে আর বাংলায় মানুষ দেখতে পাবে না ।