রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    হাওড়ার উদয়নারায়নপুরে বোমা বিস্ফোরণে আহত ৬ মৃত ১। হাওড়া উদয়নারায়নপুরে গুমগড়ের ঘটনা। উদয়নারায়নপুরে তৃণমূল কর্মী খুনে কোর্টে ট্রায়াল চলাকালীন সাক্ষীদের ভয় দেখাতে এলাকায় দুস্কীতি হানা। পুলিশের আগাম খবরে এলাকায় মতায়েন পুলিশ ও র‍্যাফ।

পুলিশের খবর পেয়েই দুস্কিতীরা পালানোর সময় নিজে দের আনা বোম বিস্ফোরণে মৃত ১আহত প্রায় ৮ জন দুস্কৃতী। ২০১৩ সালে উদয়নারায়ানপুরে গুলি করে খুন হয় সেখ হালিম নামে এক তৃনমুল কর্মী। অভিযুক্ত সেখ আসফার কিছুদিন আগেই জামিনে মুক্ত হয়।
সেই মামলায় সাক্ষ্য শুরু হবে। তার আগে কিছুদিন ধরে সাক্ষ্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠছিল।

গতকাল রাতে সেখ আলি আসফার প্রায় ১৪ জনের একটি দুস্কৃতীদল উদয়নায়ানপুরের গুমগড়ে আগ্নেয়াস্ত্র বোম নিয়ে জড়ো হয়।
পুলিশ খবর পাওয়া মাত্রই এলাকা ঘিরে ধরে তখনই পালাতে গিয়ে বোম গুলি বিস্ফোরণ হয়, ঘটনায় তখনই আহত হয় ৮ জন।
আহত সবাইকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিরা পলাতক।