সাক্ষরতা দিবস 

তমাল সাহা

সাক্ষরতা দিবস পালন করা কি এত সহজ?

সাক্ষর হতে লাগে বেশ শক্ত মগজ।

দেখো ভাই, সাক্ষরতা বানান তো শক্ত, কঠিনও তার উচ্চারণ।

সাক্ষর হতে ছুটে যাবে কালঘাম,

ডেকে আনবে মরণ।

স-এ আকার, তারপর ক-এ মূর্ধন্য-ষ ক্ষ তারপর আবার র,

তবেই না তুমি হবে সাক্ষর।

তার পরেও আছে ত-এ আকার তা,

কত দিনে তুমি করবে অর্জন সাক্ষরতা?

সেটা যদি হয় আবার নিজের স্ব অক্ষর—স্বাক্ষর!

তাহলে তো হয়েই গেল!

এবার স-এ ব দিতে লেগে যাবে কয়েক বছর।

এখন ছেলেরা বলতে পারেনা পরপর বর্ণমালা।

কোনো বর্ণ বললে আঁক কষিয়ে দেখায়।

কোনোমতে নিজের নাম ছবির মত মনে রাখে,তারপর কলম ঘোরায় রেখায়।

আট সেপ্টেম্বর স্বাক্ষরতা দিবস—

এ এক ব্যাপার কি সর্বনেশে!

শুধু রাষ্ট্রসঙ্ঘের হিসেবে সাত সেপ্টেম্বর রাতের শেষে।