অবতক খবর,২১ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বেড়ে চলা সাইবার ক্রাইম, ড্রাগ অ্যাবিউজ সহ বিভিন্ন ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে একটি সেমিনারের আয়োজন করলো দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মঙ্গলবার বালুরঘাট শহরের বালুছায়া সভাগৃহে জেলা পুলিশের উদ্যোগে ড্রাগ অ্যাবিউজ, সাইবার ক্রাইম ও রোড সেফটি বিষয়ক সেমিনারের আয়োজন করা হলো।

এই সেমিনারে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার রাহুল দে,অতিরিক্ত পুলিশ সুপারমোহাম্মদ নাসিম, ডিএসপি হেডকোয়ার্টার সোমনাথ ঝা, বালুরঘাট থানার আইসি অসীম গোপ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই সেমিনারে মূলত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের সচেতন করা হয়। বালুরঘাট শহর ও তার পার্শ্ববর্তী বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা এদিনের এই সেমিনারে অংশগ্রহণ করেন।এই সেমিনার উপলক্ষে ছাত্র-ছাত্রীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।