অবতক খবর,১৯ ডিসেম্বর: সাইকেল রিক্সা চালিয়ে লাদাখের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন সত্যেন দাস । সাইকেল রিক্সা চালিয়ে লাদাখ সত্যিই একটি তাক লাগানো ব্যাপার আর সেই কারণেই এর আগেও বহুবার তিনি উঠে এসেছিলেন সংবাদের শিরোনামে । আর সেই সাইকেল রিক্সা করে ভ্রমণের উদ্দেশ্যে তিনি আবার উঠে এলেন সংবাদ শিরোনামে। এবার লাদাখ নয় এসে উপস্থিত হলেন নৈহাটি শহর । নৈহাটি শহরে উপস্থিত হয়ে নৈহাটি পৌরসভার ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন।

পাশাপাশি তিনি যে সকল দেশজুড়ে যখন ঘুড়ে বেড়ান সেই সকল দেশের মানুষদের গাছ লাগানোর পরামর্শ দেন। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন নিয়ে সবাই কমবেশি অবগত। তবে এই বিশ্ব উষ্ণায়ন কমাতে কি কি পদ্ধতি নেওয়া উচিত তা নিয়ে কারো মাথাব্যাথা নেই। আর তা জানাতে এবং মানুষকে সচেতন করতে যে সকল স্থানে তিনি ভ্রমণ করেন সেই সকল স্থানে গিয়েই মানুষকে সেই পরামর্শ দেন ।  নৈহাটি শহরে এসেও তিনি ঠিক একই কাজ করলেন নৈহাটি বাসিদের গাছ লাগাতে জল অপচয় না করতে পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন এর হাত থেকে সাধারণ মানুষই পারে নিজেকে রক্ষা করতে নিজের দেশকে রক্ষা করতে সেও বার্তা দিলেন