অবতক খবর,১ ডিসেম্বর: সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে যারা বলছেন তাঁরা দল বিরোধী কাজ করছেন। তাঁরা বিজেপির দালাল। দলের এক কাউন্সিলরের বিরুদ্ধে তোপ দেগে বললেন ভাটপাড়া-২ শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মন্নু সাউ। বৃহস্পতিবার ভাটপাড়া পুরসভার মাসিক অধিবেশন শেষে কাউন্সিলর মনোজ পান্ডে সাংসদ অর্জুন সিংয়ের নাম ধরে বলেন, তাঁর সময়ে পুরসভার ঠিকাদাররা কোটি কোটি টাকা এখনো পাননি।

একজন কাউন্সিলরের এহেন বিতর্কিত মন্তব্যের জবাব সাংবাদিক বৈঠক থেকে দিলেন তৃণমূল নেতা মন্নু সাউ। তিনি বলেন, অর্জুন সিং যখন পুরসভার চেয়ারম্যান ছিলেন তখন ভাটপাড়া জুড়ে রাস্তা-ঘাট, ড্রেন, আলোর উন্নতি হয়েছে। তিনি পুরসভায় পাঁচ হাজার মানুষকে কাজ দিয়েছিলেন। তাদের চার হাজার জনকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

মন্নু সাউ দাবি করেন, ৮৩ বছরের একজন চেয়ারপার্সন চলতে ফিরতে পারেন না। তাঁকে বসিয়ে রেখে শুধুমাত্র টেন্ডার ছাড়া আর কোন কাজ পুরসভায় হচ্ছে না। কাউন্সিলরের এই মন্তব্য নিয়ে মন্নু সাউ সাংসদ সহ দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন।