অবতক খবর,২১ জানুয়ারি: আজ সাংবাদিক বৈঠকে অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন, যে এগুলি হচ্ছে বেঙ্গল মডেল। তিনি বলেন, কদিন আগে আপনারা ডায়মন্ডহারবার মডেল দেখলেন আর এইটা হচ্ছে বেঙ্গল মডেল এই মডেলে বাংলা পিছিয়েই থাকে।

তিনি বলেন, বাংলা কোথায় পিছিয়ে বাংলা এই পিছিয়ে বাংলা হচ্ছে বাংলার মডেল বলছে এখন ডায়মন্ড হারবার এদিক ওদিক হচ্ছে না একবার তুবরির মত উল্লু সারাবাংলা স্বাস্থ্যকর্মীদের ডায়মন্ড হারবার এ নিয়ে গিয়ে একদিনে টেস্ট করিয়ে দিলে তারপর কোথায় গেল তারপর তুবরির মত হাওয়া হয়ে গেল কেন।

এখন সেই তুব্রি বালারা কোথায় গেল ব্লকে ব্লকে কেন টেস্ট হচ্ছে না। তিনি বলেন, মুখে এই সরকার অনেক কিছু বলছেন কিন্তু আপনারা খবর নিয়ে দেখুন প্রাপ্ত বয়স্কদের ভ্যাকসিন দেয়ার ক্ষেত্রেও বাংলা অনেক পিছিয়ে ভারতবর্ষের 15 থেকে 18 শুধু নয় আমরা চাই 15 নিচে যে জনগোষ্ঠী আছে আমাদের শিশুরা আছে কিশোর আছে তাদের কথা ও সরকারকে ভাবতে হবে