অবতক খবর , সংবাদদাতা , বর্ধমান :- উত্তরপ্রদেশে যে মেয়েটিকে ধর্ষণ করে মারার পর পোড়ানো হয়েছিল তার প্রতিবাদে রাজপথে নেমে ছিল সেখানকার সাংবাদিক। এবং ওখানকার সাংবাদিকদের ওপর যে নিগ্ৰোহের ঘটনা ঘটেছিলো।সেই ঘটনার প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়।পাশাপাশি ধর্ষন করে যে পুড়িয়ে মারা হয়েছিলো , তার প্রতিবাদ জানিয়ে এদিন শনিবার রাজপথে নেমেছেন মূখ‍্যমন্ত্রী মমতা বন্ধোপাধ‍্যায়।

গোটা জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সাংবাদিকদের নিগ্ৰহের পাশাপাশি ধর্ষন করে পুরিয়ে দেওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি তৃণমূলের নেতৃত্বরা এবং সাংবাদিকদের ওপর যে অমানবিকভাবে অত‍্যাচার করা হয়েছে ।তাঁর ও প্রতিবাদ জানান শনিবার পূর্ব বর্ধমানের জেলা পরিষদের অঙ্গীকার হলে এই সাংবাদিক সম্মেলনে হয়।এদিন এই সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথ, বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি রাজবিহারী হালদার ,উজ্জ্বল পারামানিক, সহ অন্যান্য বিধায়করা,এছারাও উপস্থিত ছিলেন এদিন বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মমতাজ সংঘ মিতা।
তা।