অবতক খবর,১৮ মার্চ,পশ্চিম মেদিনীপুর: বর্ধমানের সাঁইবাড়িতে নিরপরাধ মানুষদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে শুক্রবার রাত্রে মেদিনীপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের এলআইসি মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে নিহতদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয় মোমবাতি প্রজ্জালনের মাধ্যমে। উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর সৌরভ বসু, যুব সভাপতি বিশ্বজিৎ পাত্র সহ মেদিনীপুর পৌরসভার কাউন্সিলর ও শহর তৃণমূলের কর্মী সমর্থকরা।

পাশাপাশি ঘটনার তীব্র ধিক্কার জানান শহর তৃণমূল নেতৃত্বগণ। তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী দল কংগ্রেস করার অপরাধে সি পি এম এর কমরেড গন বর্ধমানের সাঁই বাড়িতে এক‌ই পরিবারের তিন জন নিরপরাধ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। যা সাঁইবাড়ি গণহত্যা নামে পরিচিত। এই নৃশংস হত্যালীলা তৎকালীন যুগে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। সরকার পরিবর্তন হলে ও এই গনহত্যার সুবিচার পেলোনা শহীদের পরিবার। এই বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।