অবতক খবর, উত্তর ২৪ পরগণাঃ  সল্টলেকে পিএনটি কোয়াটারে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল। এই জলের ট্যাংকে ৩৩ হাজার গ্যালন জল ধরে। ট্যাঙ্ক ভেঙে পড়ায় জল সমস্যায় পড়ল কোয়ার্টারের বাসিন্দারা। পরিদর্শনে আসলেন দমকল মন্ত্রী সুজিত বোস। তিনি কোয়ার্টারের বাসিন্দাদের সঙ্গে কথা বললেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে তিনি ফোনে কথা বললেন পোস্টাল ডিপার্টমেন্ট ও টেলিফোন ডিপার্টমেন্ট এর সিজেএম এর সঙ্গে। তাঁদেরকে পিএনটি কোয়ার্টারের রক্ষণাবেক্ষণে নজর দেওয়ার কথা বলেন।

জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় কোয়ার্টারের প্রায় ১৭০-১৮০ পরিবার জল সংকটে ভুগবে। এই মুহুর্তে বিধাননগর পুরনিগমের পক্ষ থেকে কোয়ার্টারের বাসিন্দাদের জল দেবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পোস্টাল ও টেলিফোন ডিপার্টমেন্ট এর সিজেএমকে তৎপরতার সঙ্গে পিএনটি কোয়ার্টারের জল, বিদ্যুৎ সহ যে সব সমস্যা আছে তা মেটানোর জন্য বলেন মন্ত্রী সুজিত বোস।