অবতক খবর,৩০ অক্টোবর:  ইসলামপুর থানার অশান্তিপ্রবন ভদ্রকালী এলাকায় ফুটবল খেলার মাধ্যমে শান্তি ফেরাতে উদ্যোগী হলো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকায় শান্তির লক্ষ্যে বিপ্লবী সংঘের পরিচালনায় স্থানীয় ভদ্রকালী হাই স্কুল ময়দানে এক ফুটবল প্রতিযোগীতার শুক্রবার শুভ সূচনা করেন স্থানীয় তৃনমুল নেতা হাবিবুল রহমান ওরফে হাবা।

পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান মহম্মদ সামসুদ্দিন ওরফে খোলাই সহ স্থানীয় তৃনমুল নেতৃত্ব। ইসলামপুর বনাম দাসপাড়া ফুলটোলা ফুটবল দল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল। বিপ্লবী সংঘের ফুটবল প্রতিযোগীতায় ইসলামপুর, দাসপাড়া ফুলটোলা, সিপাইগছ, ভদ্রকালী, নিরাপদ, গুঞ্জরিয়া, কালীগঞ্জ ও আরারিয়া সহ মোট আটটি দল অংশগ্রহণ করে। আগামী ৪ নভেম্বর প্রতিযোগীতার চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার আগে এলাকায় মহিলাদের ফুটবলে উৎসাহিত করতে প্রীতি মহিলা ফুটবল ম্যাচের আয়োজন করেছে বিপ্লবী সংঘ।

ফুটবল প্রতিযোগীতাকে ঘিরে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। এছাড়াও ফুটবল প্রতিযোগীতাকে সফল করতে কমলাগাঁও সুজালী অঞ্চলের অঞ্চল তৃনমুল সভাপতি আব্দুল হক, চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমান ও চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজহারউদ্দিন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিনের উদ্বোধনী ম্যাচকে ঘিরে ভদ্রকালী হাই স্কুলের মাঠে ফুটবলপ্রেমীদের ভিড় উপচে পড়ে। সবমিলিয়ে অশান্তিপ্রবন এলাকায় বাসিন্দাদের মধ্যে প্রীতির সম্পর্ক গড়ে তুলতে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিপ্লবী সংঘের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল।