সর্বসাধারণের ব্যাবহারের জমি অন্য কারো ব্যাক্তিগত নামে রেকর্ড

অবতক খবর,২৯ অক্টোবর: সর্বসাধারণের ব্যাবহারের জমি অন্য কারো ব্যাক্তিগত নামে রেকর্ড করে নেওয়া হয়েছে।আর এধরনের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।চোপড়া গ্রাম পঞ্চায়েতের রাজাভিম মৌজায় কবরস্থান ও মসজিদের জমি রাস্তা এলাকার একাংশের ব্যাক্তিগত নামে রেকর্ড করার অভিযোগে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

এব্যাপারে রীতিমত এলাকায় কানাঘুসো শুরু হয়েছে। বিষয়টি বিএলআরও অফিসের নজরে আনা হয়েছে।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মুস্তাক আলম(মিস্টার) জানান,মুকদুমি গ্রামের শতাব্দী প্রাচীন মসজিদ ও কবরস্থান ও জানাজা এর জন্য ব্যাবহারের জমি কয়েক বছর আগে কিভাবে অন্য কারও ব্যাক্তিগত নামে রেকর্ড বা পাটটা হল এ ব্যাপারে বিএলআরও এর দপ্তরে লিখিত জানানো হয়েছে। প্রয়োজনে গ্রামবাসীরা আন্দোলনে নামবে।চোপড়ার বিএলআরও দপ্তর থেকে অবশ্য অভিযোগ খতিয়ে দেখার বিষয় আশ্বস্থ করা হয়েছে বলে তিনি জানান।