অবতক খবর,৫ জানুয়ারি,বাঁকুড়া :- ডিসেম্বরের শেষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে তাপমাত্রার পারদ কিছুটা উঠলেও জানুয়ারির গোড়াতে বাঁকুড়া জেলায় ফের নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বছর শুরুর দিন থেকেই একটু একটু করে নামতে শুরু করে বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় 11 দশমিক 2 ডিগ্রি সেলসিয়াস। সঙ্গে দোসর বাতাসের প্রবাহ।

সকালের দিকে হালকা কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা আবরণ কিছুটা কাটতে শুরু করে।  প্রবল ঠান্ডায় কার্যত জবুথবু গোটা জেলার মানুষ। সকালের দিকে রাস্তাঘাট ছিল কার্যত ফাঁকা।

বেল বাড়ার পর মানুষ রাস্তাঘাটে নামলেও আপাদমস্তক ঢাকা ছিল শীতের পোশাকে। সকালের দিকে রাস্তার ধারে বিভিন্ন জায়গায় আগুন জ্বালানোর শীতের চেনা ছবি দেখা গেছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায়।  প্রবল এই ঠান্ডা আলু চাষের অনুকূল হওয়ায়  হাসি ফুটেছে আলু  চাষিদের।