অবতক খবর,৪ জুলাইঃ সরুপ নগরে ভোট কর্মীদের ট্রেনিেংর সময় বিক্ষোভ বুথে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবি ও ভোটের দফা বাড়ানো নিয়ে।।উত্তর ২৪ পরগনার বসিরহাটের সরুপ নগরে রাজ্য সরকারি কর্মচারী ভোট কর্মীদের প্রশিক্ষণ দেয়ার সময়,তাদের বিক্ষোভ।তারা বিক্ষোভ দেখায় দুটি কারণ নিয়ে যথা প্রত্যেকটি বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার দাবি,না হলে রাজ্য পুলিশের পতিতাদের কোন ভরসা নেই।এবং ভোটের দফা বাড়ানোর দাবি তারা রেখেছেন নির্বাচনী কমিশনারের কাছে।

হাড়োয়া বসিরহাটের চৌহাটা আদর্শ বিদ্যাপীঠের শিক্ষক গণেশ চন্দ্র সরদার তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনারের উচিত ভোটের দফা বাড়ানো,দফা বাড়ালে নিরাপত্তার খামটি থাকবে না।তিনি আরো বলেন ডিসিআরসিতে গিয়ে যদি দেখেন বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না তাহলে তারা গ্রহণ ভোট কেন্দ্রে যাবেন না সোজা বাড়ি চলে যাবেন।সেই সাথে সাথে বলেন নির্বাচন কমিশনার রাজিব সিনা নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন তার পদত্যাগ করা উচিত ও নতুন নির্বাচন কমিশনার অভিলম্বনে নিয়োগ করা উচিত।