অবতক খবর, সংবাদদাতা, হুগলি :: সারা বিশ্ব জুড়ে কোরোনা র প্রকোপ দিন‌দিন বেড়েই চলেছে ,আগামী দিনে কি হবে কেউ জানেনা , কিন্তু সকাল থেকে বৃষ্টির প্রভাবে জনশূন্য গোটা হুগলি শহর। পশ্চিমবঙ্গে রাজ্য সরকার ঘোষিত সপ্তাহে দুদিন লকডাউন। আজ তার শেষ সপ্তাহ । আজ লক ডাউনে চুঁচুড়া সহ সারা হুগলী জেলায় ব্যাপক ভাবে এর প্রভাব পড়েছে।

দোকান পাট সব ব্ন্ধ ।বাজার বন্ধ,স্তব্দ প্রায় সবই। মোড়ে মোড়ে পুলিশ চেকিং। পুলিশ প্রশাসন নিজের কাজ কর্মঠভাবে করে যাচ্ছে। প্রতিটা মানুষকে জিঞ্জাসা বাদ করে তারাছাড় দিচ্ছেন। অকারনেই যারা বাড়ির বাইরে বের হচ্ছে তাদের আবার ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে জেলা জুড়ে থমথমে পরিবেশ। এক কথায় মানুষ লক ডাউনে সমর্থন করছেন ও পুলিশ প্রশাসন সক্রিয় ভাবে কাজ করে চলেছেন।