অবতক খবর :: বহরমপুর ::     মুর্শিদাবাদ জেলার বড়ঞা গোপিপুর মসজিদে সরকারি নিয়মকে অমান্য করে কয়েকশো মানুষ শুক্রবার নামাজ পড়লেন। তাদের কারোরিই মুখে মাস্ক ছিল না।

প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বারবার বলা হলেও অন্য চিত্র দেখা গেল এই মসজিদে। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন কান্দি এসডিপিও সানি রাজ, সঙ্গে বিশাল পুলিশবাহিনী মানুষকে ছত্রভঙ্গ করে।

মসজিদের ইমামকে ডেকে বলা হয় জমায়েত করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়ে দেন। কারণ যেভাবে সারাদেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে সেই দিক থেকে প্রশাসন যথেষ্ট সচেতন করার চেষ্টা করছে সকলকে। তবে মসজিদের ইমাম গ্রামবাসীদের সামনে ঘোষণা করলেন করোনা পরিস্থিতির চলাকালীন বাড়িতে নামাজ আদায় করবেন।