অবতক খবর,২৯শে নভেম্বর : ছোট জোনপুর এলাকার বাসিন্দা তেরশ কুমার ভগত(৬২)। তিনি ২০১৫ সাল থেকে ঘরছাড়া। তার দুই পুত্র তাকে কিছুতেই বাড়িতে ঢুকতে দিচ্ছে না। অভিযোগ তার সম্পত্তি গ্রাসের জন্য ছেলেরা তার সঙ্গে অসৎ ব্যবহার করছেন। এদিকে ভগত তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। তার স্ত্রীও জানিয়েছেন যে তিনি স্বামীর সঙ্গে থাকতে চান। কিন্তু একটা সুপরিকল্পিত চক্রান্ত করে ছেলেরা তার মাকে তার বাবার কাছ থেকে দূরে রাখতে চাইছে। তারা বলেন যে না মা আসলে রাজি নন। মা মানসিক রোগী,তাই তিনি তার কাছে থাকতে চাইছেন। এদিকে ভগতজি এই নিয়ে অভিযোগ দায়ের করেছেন থানায়। কিন্তু দীর্ঘকাল ধরে তিনি এর কোন সুরাহা করতে পারছেন না। তিনি দুয়ারে ঘুরছেন, তিনি সুস্থভাবে শেষ জীবনটি কাটাতে চান তার স্ত্রীকে নিয়ে। কিন্তু প্রতি মুহূর্তে তার ছেলেরা বাধা দিচ্ছে। এদিকে ভগতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান যে,আমি আমার স্বামীর সঙ্গে শেষ জীবন কাটাতে চাই। কিন্তু ছেলেরা আমাকে বাধা দিচ্ছে। এই বিষয়টি নিয়ে কাঁপা-চাকলা পঞ্চায়েত প্রধান রবি নিয়োগী হস্তক্ষেপ করেছিলেন। তাঁকে জানানো হয়েছিল এই পারিবারিক সমস্যার কথা। কিন্তু শেষ পর্যন্ত তিনিও এর কোন সুরাহা করতে পারেননি।