অবতক খবর,সম্পা দাম পাল :  এই‌ প্রথম কাঁচরাপাড়ায় হতে চলেছে বসন্ত উৎসব। এবার সমাজসেবী মলয় ঘোষের উদ্যোগে এবং বিশ্বনাথ স্মৃতি সংঘের পরিচালনায় কাঁচরাপাড়া লিচুবাগান সংলগ্ন অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। এ প্রসঙ্গে মলয়বাবু জানান যে,প্রতি বছরই তিনি পরিবার নিয়ে দোল উৎসব পালন করতে শান্তিনিকেতন যান। কিন্তু তাঁর মনে হয়েছে যে যারা এই বসন্ত উৎসবে শান্তিনিকেতন যেতে পারেন না তাদের জন্য কিছু আয়োজন করার।‌আর যেমন ভাবনা তেমন কাজ। সেই চিন্তাভাবনা নিয়েই তিনি এবার শান্তিনিকেতনের বসন্ত উৎসবকে মাথায় রেখে তিনি আয়োজন করছেন বসন্ত উৎসবের।

তিনি জানান, এই বসন্ত উৎসবে কোন প্রকার রং-এর ব্যবহার হবে না। শুধুমাত্র আবিরের ব্যবহার হবে। বীজপুরের সমাজসেবক মলয় ঘোষ তাঁর বক্তব্যে বলেন,”সকল মানুষই তো আর শান্তিনিকেতনে গিয়ে দোল উৎসব পালন করতে পারেন না। সেই সকল মানুষের কথা মাথায় রেখেই এবার আমাদের এই আয়োজন। আমরা চাই উৎসবের এই দিনটি আরো মুখরিত হয়ে উঠুক। আবিরের রঙে রাঙায়িত হয়ে উঠুক মানুষের মন। মানুষ ভুলে যায় সমস্ত দ্বিধা দ্বন্দ্ব। মানুষে মানুষে বিরাজ করুক শান্তি সম্প্রীতি। আমাদের এই বসন্ত উৎসবে আবিরের পাশাপাশি আমরা ব্যবস্থা করেছি কিছু মিষ্টান্নের। আর আমাদের এই অনুষ্ঠানে সামিল হতে আমরা আহ্বান জানাচ্ছি শহরবাসীকে। সকলে আসুন এবং উৎসবের এই রঙে নিজেদের গা ভাসিয়ে দিন।”