সময়ের ভাষ্যলিপি / তমাল সাহা

যেমন দেখছি তেমন লিখছি

সময়ের ভাষ্যলিপি
তমাল সাহা

১) বিলুপ্তি
তমাল সাহা

পৃথিবীর একটি বিলুপ্তপ্রায় প্রাণী
জীবন বিজ্ঞানও জানে না
আজ পর্যন্ত যেটা উল্লেখ করেনি।
আমি গর্বিত
সেটা আবিষ্কারে আমিই অগ্রণী।
আমার গবেষণালব্ধ ফল সেই প্রাণী–
যাকে বিদ্বজ্জন বলে জানি।

২) ভাবুক চোর
দেখি এক চোর রাস্তার পাশে
মাথায় হাত দিয়ে বসে।
ও বলে, আমি আর চুরি করবো না
মন্ত্রীরাই চুরি করে কোটি কোটি টাকা
চোর শব্দটি হয়ে গেছে বড় ক্লিশে!

৩) ভাগ
ভূত আমার পুত
পেত্নী আমার ঝি।
বুকের ভেতর দিদি আছে,
করবি আমার কি?
দিদি এখন কোথায় গেল
তুই করবি কি?

বলে দেবো
দিদি আমার মদতদাতা
আমি তার হাফহাতা
কি করবো জি!

যা নিয়েছি
তার বেশি ভাগ দিয়েছি।

৪) প্রতারণা
এই টাকার স্তূপ এই টাকার পাহাড়
এর অর্থমূল্য আমি জানি না
আমি শুধু জানি
এর সঙ্গে মিশে আছে প্রজন্মের অশ্রু ও রক্ত।
রে মা মাটি মানুষ! ঠক্যলি প্রজন্ম
তোর হৃদয় এতো পাষাণ, এতো শক্ত!