সময়ের কথা কথার সময়
তমাল সাহা

১) কথোপকথন

বোমাকে জিজ্ঞেস করি, তোর কেন এত রোষ?
বোমা বলে, আমার সঙ্গে মা সেঁটে আছে।
তাকে জিজ্ঞেস করো, সে বলে দেবে আমি দোষী না নির্দোষ!

৩) চরিত্রবান চরিত্রবতী

তলে তলে শ্রদ্ধা, উপরে উপরে শ্রাদ্ধ
নেতানেত্রীর চরিত্রে কত কী যে বরাদ্দ!
আরে গাণ্ডু বাঙালি! কবে হবি বোদ্ধা?

৩) ফ্যাসিবাদ

হিটলার মুসোলিনি ফ্রাঙ্কো
লেডি ম্যাকবেথ বসেছে কি বৈঠকে,
করছে কি কোনো সুগভীর পরামর্শ?
এবার কি তবে এরা দখল নেবে আমার ভারতবর্ষ!

৪)ঢাকি কথা

ঢাকি তো বুঝলাম বিচারক মশাই!
সঙ্গে বিসর্জিতা হবে কোন প্রতিমা?
সে কি কালীঘাটের কালী না উমা?

৫) বিস্ফোরণ

বোম ব্লাস্টিং শিশুমৃত্যু হাত পা উড়ে যাওয়া
আমার কাছে এসব কোনো ব্যাপার নয়।
আমি ভাবি এত বিপ্লবী ক্ষুদিরাম প্রফুল্ল চাকীদের এখনো জন্ম হয়!
তারাই তো বোমা বানায় ঘরে ঘরে!
তাহলে কি বিপ্লব দুয়ারে কড়া নাড়ে?