অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ ১০০ শতাংশ এটেন্ডেন্স। বিল পাশের সময় অনেককেই দেখা যায় বাইরে বসে আড্ডা দিচ্ছেন এমন দেখলে দলের তরফ থেকে ব্যবস্থা নেয়া হবে।

সভা যতদিন চলবে, সবাইকেই আসতে হবে। বিধানসভা কে সিরিয়াস নিতে হবে।

কারো ব্যক্তিগত দুর্নীতির দায় দল নেবে না।

দুর্নীতি থেকে নিজেকে দূরে রাখুন। একজন অন্যায় করেছে মানে সবাই দোষী এমন ভাববেন না। বিরোধীরা কালিমা লিপ্ত করার চেষ্টা করলে তার প্রতিবাদ করুন।

যা বলবেন ইনফরমেশন নিয়ে বলবেন। লজিক্যালি বলবেন। কোনভাবেই কোন বিধায়ক বিধানসভার অন্দরে কোন সময় কেউ সংঘাতে জড়াবেন না।

পার্থ অনুব্রত নিয়ে বিরোধীরা আক্রমণ করলে পাল্টা চোর চোর বলে জবাব দিতে হবে।