অবতক খবর অভিষেক দাস,মালদা:-   সবজি বাগানের মধ্যে একটি সোলার লাইট বসানো হয়েছে। রাতের অন্ধকারে এই আলো যখন জ্বলে উঠবে তখন আশপাশ থেকে বিভিন্ন কীটপতঙ্গ সেই আলোর দিকে ছুটে আসবে। এই আলোর নীচে একটি পাত্রে জল ও কেরোসিন তেল রাখা হয়েছে। আলোর দিকে ছুটে আসা যে কোনও পোকা ওই পাত্রে পড়ে মারা যাবে। সবজি খেতে পরীক্ষামূলকভাবে এই আলো বসিয়ে অনেকটাই সুফল মিলছে বলে জানাচ্ছেন কৃষকেরা। কীটনাশক প্রয়োগ না করেই সবজি বাগানে সহজে পোকা মারতে পারছেন কৃষকেরা।

কীটনাশক ছাড়াই সবজি ফলাচ্ছেন কৃষকেরা। মালদা জেলা কৃষি দপ্তরের উদ্যোগে আতমা প্রকল্পের মাধ্যমে এই পদ্ধতিতে পোকা মারার উদ্যোগ নেওয়া হয়েছে। ইংরেজবাজার ব্লক ছাড়াও ইতিমধ্যে বামনগোলা ও ব্লকেও এই পদ্ধতি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।মালদা জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে এই পদ্ধতির তেমন ব্যবহার নেই। এই প্রথম মালদা জেলায় এই পদ্ধতি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে মহারাষ্ট্র সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে এই পদ্ধতিতে সবজি খেতে পোকা মারা হয়। কীটনাশক ব্যবহার করলে দ্রুত পোকা মরে যায়। কিন্তু সোলার লাইটের সাহায্যে সমস্ত পোকা মারতে সময় লাগলেও জমিতে পোকা একেবারে নির্মূল করা যায়। কৃষি জমিতে বসানো একটি সোলার লাইট প্রায় এক একর ব্যাসার্ধ জুড়ে পোকা মারতে পারে। এই আলো যতদূর পর্যন্ত যাবে সেখান থেকে পোকা উড়ে আলোর কাছে আসবে। একটি সোলার লাইট বসাতে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত খরচ পড়ে। একবার এই লাইট বসানোর পর আর তেমন খরচ নেই। মাঝেমধ্যে আলো কমে গেলে শুধু লাইট বদলাতে হয়।