অবতক খবর : সোমবার সকালে বিধাননগর এলাকার বিভিন্ন বাজারে তল্লাশি শুরু করেন টাস্ক ফোর্সের সদস্যরা। বাজারে ঘুরে ঘুরে সবজির দাম জানার পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তাঁরা। বিধাননগরের এবিএসই মার্কেট, বি ডি মার্কেট সহ বিভিন্ন বাজারে যান তাঁরা। অতিরিক্ত লাভের উদ্দেশ্যে যাতে ইচ্ছে মতো সবজির দাম না বাড়ানো হয়, বিক্রেতাদের সেই নির্দেশও দেন টাস্ক ফোর্সের সদস্যরা।

সবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এ ভাবে বাড়া সত্ত্বেও রাজ্য সরকার বা প্রশাসন কেন কোনও পদক্ষেপ করছে না, সেই প্রশ্ন উঠতে শুরু করে৷ শেষ পর্যন্ত সক্রিয় হল রাজ্য সরকারের টাস্ক ফোর্স৷
লাগামছাড়া হারে মূল্যবৃদ্ধি সবজির দামের। বাজার করতে গিয়ে কার্যত ফাঁকা ব্যাগ নিয়েই ফিরতে হচ্ছে ক্রেতাদের। লঙ্কা, আদা বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি দরে। প্রায় কোনও সবজির দামই একশো টাকার নীচে নেই।